এইচআইভি প্রতিরোধ সংক্রান্ত অর্থাৎ ২০৩০ সালের মধ্যে মারণ এইডস্ —কে চিরতরে নির্মূল করতে সোমবার,Tripura state AIDS control society, Health & Family welfare Development এর উদ্যোগে উত্তরজেলা হাসপাতালে S-OST সেন্টার এবং FI-ART সেন্টারের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CMO অরুনাভ চক্রবর্তী, জেলাশাসক নাগেশ কুমার বি, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের চেয়াপার্সন প্রদ্যোত দে সরকার এবং সেমাজসেবী শ্যামল নাথ প্রমুখ ৷
এদিন বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন,’সুনির্দিষ্টভাবে এইচআইভি সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধে ও সামাজিক সচেতনতা একাধিক উদ্যোগ রুপায়িত হচ্ছে’ ৷ তিনি আরো বলেন, এইচআইভি সংক্রান্ত রোগের চিকিৎসা সেন্টার এখানে স্থাপিত হওয়াতে এই সকল রোগাক্রান্ত ব্যক্তিদের সুলভে এবং বিনামূল্যে চিকিৎসা করানো হবে ৷ আমাদের সরকারের উদ্যোগে এই প্রচেষ্টা সফল হলো’ ৷