রবিবার ২১শে মে ধর্মনগর বয়েজ ক্লাব এর উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এক মেগা স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷
এদিন এই মেগা স্বাস্থ্য শিবিরে ত্রিপুরা তথা বহির রাজ্যের বিশিষ্ট ডাক্তারদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, শর্করার মাত্রা নির্নয়, হিমগ্লোবিনের মাত্রা নির্নয় সহ সকল রকমের রক্ত পরীক্ষা করা হয় ৷ এই স্বাস্থ্য শিবিরে ধর্মনগর এলাকার প্রায় ৪০০ জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান ৷
এদিন ক্লাব কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে প্রায় ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ৷
এদিন দুটি কর্মসূচীতেই উপস্থিত ছিলেন উত্তর জেলার স্বাস্থ্য আধিকারিক অরুণাভ চক্রবর্তী, ক্লাবের সভাপতি আশীষ কুমার দে সহ আরো অন্যান্যরা ৷