নগরোন্নয়ন দপ্তরের অধীন টি ইউ এল এম-র উদ্যোগে টাউন হলে শুরু হলো দুদিন ব্যাপী মেগা ঋন দান শিবির এবং স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কের উপর কর্মশালা। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, টি ইউ এল এম-র এম ডি ডা বিশাল কুমার, নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার সহ অন্যান্যরা। বেকার যুবক যুবতীদের স্ব নির্ভর করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ত্রিপুরা শহরী আজিবিকা মিশন।