সিএসডি ফাউন্ডেশন ও অল ত্রিপুরা অ্যামেচার মুয়াইথাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগরতলায় শুরু হল উত্তর-পূর্ব ভারত মুয়াইথাই ও কে–১ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রায় ১৫০ জন প্রতিযোগী, যা ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৃষ্টি করেছে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা।