ভোট চুরি রোধে গণস্বাক্ষর অভিযানে ব্যাপক সাড়া পেল কংগ্রেস। ১৫ সেপ্টেম্বর সারা ভারতজুড়ে শুরু হওয়া এই অভিযানের সূচনা করেছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা নিজে স্বাক্ষর করে। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা মোট ২ লক্ষ ১৩১০৯টি স্বাক্ষর প্রদেশ কংগ্রেসের উদ্যোগে দিল্লির কংগ্রেস সদর দপ্তর থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে ডাকযোগে পাঠানো হয়।