৮ই মে ‘বিশ্ব রেড ক্রস’ দিবস ৷ ১৯২৮ সালে ৮ই মে সুইজারল্যান্ডের জ্যানিভা শহরে জন্মগ্রহন করেন হেনরি ডুনান্ট, তিনি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিষ্ঠাতা ৷ তাঁকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ৮ই মে দিনটিকে রেড ক্রস দিবস হিসেবে পালন করা হয় ৷ প্রতি বছরের মতো এবছরও এ উপলক্ষ্যে এদিন রাজধানীর রেড ক্রস ভবনে এক আলোচনা সভার আয়োজন করে ত্রিপুরা রাজ্য রেড ক্রস সোসাইটি ৷ সভার সূচনা করেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য্য ৷ এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,বিধায়ক কিশোর বর্মন ও কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ আরো অন্যান্যরা ৷ সভায় বিশ্ব রেড ক্রস-এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা ৷