জিবি এলাকার রাস্তা প্রশস্ত করা হচ্ছে ৷ প্রায় ষাট ফুট প্রশস্ত হবে এই রাস্তা ৷ কিন্ত কিছু কিছু ব্যবসায়ী ডিমারগেশন করার পরও জায়গা ছাড়ছেন না ৷ বর্তমানে কি পরিস্থিতিতে আছে এবং যারা যারা বাধা দিচ্ছে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে আজ শুক্রবার এই এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ৷ তাছাড়া জিবি বাজারটিকে একটি অত্যাধুনিক বাজারে রুপান্তরিত করা হবে যার কাজও শুরু হবে কিছু দিনের মধ্যেই ৷ আজ এই পরিদর্শনকালে মেয়র এর সাথে ছিলেন কর্পোরেটর প্রদীপ চন্দ্র,কর্পোরেটর জয়া ধানুক,কর্পোরেটর হীরালাল দেবনাথ, সমাজসেবী পাপীয়া দত্ত সহ অন্যান্যরা ৷