১০ই এপ্রিল সোমবার রাজ্যে এলেন কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি ৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী,কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ দলের অন্যান্যরা । আগরতলায় আসার পর জি কিষান রেড্ডি আগরতলা বিমানবন্দরে Tripura Tourism স্টল পরিদর্শন করেন। এবং স্টলের কর্মীদের সাথে আলাপ করেন ও রিসেপশন ডেস্কে স্যুভেনির সমৃদ্ধ সংগ্রহ সম্পর্কে বুঝেন।