সুশাসন শিবিরের মাধ্যমে মানুষ সঠিকভাবে সরকারি সুযোগ–সুবিধা পাচ্ছে। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে এই সুযোগ–সুবিধা পৌঁছাতে পারে তার জন্য সরকার সুশাসন শিবিরের আয়োজন করেছে। কিন্তু পূবর্তন সরকার ২৫ বছরে এ ধরনের সুযোগ–সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে কোন উদ্যোগ নেয়নি। ফলে বর্তমানে এর ব্যাপক সাড়া মিলছে। সুশাসন শিবিরে অংশ নিয়ে একথা বললেন মেয়র দীপক মজুমদার। ১৬ নং ওয়ার্ডের উদ্যোগে রামনগর ৬ নম্বর এলাকায় অনুষ্ঠিত হয় সুশাসন শিবির। এই শিবিরে পি আর টি সি সার্টিফিকেট, মেরেজ সার্টিফিকেট, ভান্ডার লাইসেন্স সহ অন্যান্য পরিষেবা ওয়ার্ডের অন্তর্গত জনসাধারণকে দেওয়া হয়।