সিবিএসসি পরীক্ষার প্রশ্ন পত্র সহ পাঠ্যক্রমে রোমান হরপে ককবরক ভাষা চালু করার দাবীতে শুক্রবার আগরতলার সার্কিট হাউস স্থিত গান্ধীমুর্তি পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে টিএসএফ ৷ বিক্ষোভ চলাকালীন আচমকা সেখানে হাজির হন তীপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন ৷ পরে পুলিশ বিক্ষোভ রত ছাত্রদের জোড়পূর্বক সরিয়ে দেন ৷ বেশ কয়েকজনকে জোড় করে তোলে নিয়ে যান পুলিশ ৷