ভারতীয় রেলওয়ে দেশের জীবন রেখা ৷ আজ শুধু ত্রিপুরা নয় গোটা উত্তরপূর্বাঞ্চলের জনগনের জন্য আনন্দের দিন !!!
বুধবার ১১টি কোচ বিশিষ্ট আগরতলা থেকে কলকাতা পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রিত ইকোনমি ট্রেনের শুভ যাত্রা আরম্ভ হল ৷
বাধারঘাট রেল স্টেশন থেকে নতুন এই ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ৷ উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকেরা ৷
এদিন উদ্বোধন করার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বললেন,’আমি গর্বিত এই বিশেষ ট্রেনটির সূচণা কালে উপস্থিত থাকতে পেরে ৷ কলকাতা আমাদের ত্রিপুরাবাসীদের জন্য আরেকটি শহর বলা চলে, প্রতিনিয়ত কোনো কাজে বা ঘুরতে যাওয়ার জন্য কলকাতা এক অনুভূতির নাম’ ৷ তিনি আরো বললেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের ১৬ই মে প্রধানমন্ত্রী হিসেবে দায়ীত্ব গ্রহণ করার পর থেকেই উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন ৷ গতকালেই তিনি ৯ বছর পূর্ণ করলেন ৷ উপহার হিসেবে আমাদের রাজ্য পেলো বহুকাঙ্খিত এই ট্রেনটি ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের রেলওয়ে মন্ত্রী Ashwini Vaishnaw কে অসংখ্য ধন্যবাদ জানাই অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ট্রেনটি চালু করার জন্য ৷