গত বছর উত্তরজেলার বন দপ্তরের উদ্যোগে এবং জেলার অন্তর্গর প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় পঞ্চায়েত সংলগ্ন প্রতিটি গ্রামীন এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে আগর বাগান করে দেওয়া হয়েছিলো ৷ এতে আগর বাগান প্রাপকরা খুশি বা উপকৃত হয়েছে কিনা সে বিষয়কে কেন্দ্র করে উত্তর জেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে ধর্মনগর বিধানসভার আলগাপুর গ্রামের প্রাপকদের আগর বাগান দেখতে যান উত্তর জেলা পরিষদের Poverty Alleviation Standing Committe’র প্রেসিডেন্ট দীলিপ বর্ধন ৷ সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য সুনিতি নাথ,ফরেস্ট অফিসার মোঃ আব্দুল সাত্তার,আলগাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কৃপাসিন্ধু শুক্লবৈদ্য সহ আরো অন্যান্যরা ৷ এদিন সাক্ষাতকারে Poverty alleviation standing committe’র প্রেসিডেন্ট দীলিপ বর্ধন বলেন, আজ থেকে উত্তর জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি প্রাপকের আগর বাগান পরিদর্শন কর্মসূচী ধারাবাহিকভাবে চলবে ৷ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং পৃথিবীর প্রানীকূলকে বাঁচাতে সারা বছর ধরে বনসৃজন করবার কাজে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি ৷