নেশা বিরোধী অভিযানে সাফল্য বিমানবন্দর থানার ।গোপন সংবাদের ভিত্তিতে এসডিপিও এনসিসি পারমিতা পান্ডে ও বিমানবন্দর থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে নবগ্রাম ঘোষ পাড়ার একটি জঙ্গলে অভিযান চালিয়ে ১০১০ কেজি গাঁজা উদ্ধার উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি। তদন্ত চালাচ্ছে পুলিশ।