প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত করেছিল পিএফআই, তল্লাশি শুরু ! !
গত বছরেই মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’কে নিষিদ্ধ করেছিলেন কেন্দ্র ৷ বুধবার ব্যাঙ্গালোরের বিভিন্ন স্থানে তল্লাশি চালাতে শুরু করলো এনআইএ ৷ গত বছরের জুলাইয়ে পাটনায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী ৷ সেই সময় তাঁকে হত্যার চক্রান্ত করছিল পিএফআই ৷
সেই বিষয়েই তদন্তে নেমে এদিনের তল্লাশি ৷ ইতিমধ্যেই ১৬ টি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ ৷ গ্রেফতার করা হয়েছে চারজন সন্দেহভাজনকে ৷ এন আই এ এর তরফে জানানো হয়েছে, স্থানীয় পুলিশের সাহায্যে ওই ১৬ টি জায়গা থেকে প্রাপ্ত নথিগুলিও খতিয়ে দেখা হচ্ছে ৷
জানা যাচ্ছে, বিভিন্ন বাড়ি, অফিস এমন কি হাসপাতাল থেকেও পিএফআই তাদের কাজ চালাতো ৷ পুরো বিষয়টি খুঁটিয়ে দেখছেন এনআইএ ৷ প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে ইউএপিএ আইনের অধীনে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় পিএফআই সংগঠনকে ৷
শুধু পিএফআই-ই নয়, একসঙ্গে যুক্ত একাধিক সংগঠন যেমন সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল উইমেন্স ফ্রন্টকেও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত সংগঠন বলে ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে ৷
ফেব্রুয়ারিতে ওই সংগঠন সম্পর্কে বিস্ফোরক তথ্য হাতে এসেছিল মহারাষ্ট্রের এন্টিটেররিজম স্কোয়াডে’র ৷
জানা গিয়েছিল ১৯৪৭ সালের ভারতে ইসলামের শাসন জারি করাই লক্ষ্য ছিল ওই সংগঠনের ৷ আর সেই মিশনের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ও অন্যান্য সাহায্য বিদেশী শক্তির কাছ থেকেই পাওয়ার পরিকল্পনাও হয়ে গিয়েছিল ৷