ত্রিপুরার প্রথম পদ্মশ্রী হিমাংশু মোহন চৌধুরী প্রয়াত ৷
সোনামুড়া মহকুমা অধিকারীর পদে কর্মরত অবস্থায় শ্রেষ্ঠ মানবিক দৃষ্টিকোণ থেকে ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বহু শ্মরণার্থীদের ত্রাণ,আশ্রয় এবং অত্যাবশ্যকীয় সহায়তা প্রদানের উজ্জ্বল নজির রেখেছিলেন ৷ উনার এই বলিষ্ঠ ও উদারচেতা কর্মকান্ডের জন্য ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে ৷