আইন বহির্ভূত ভাবে ডেন্টাল কলেজের উদ্বোধন করতে চলেছে রাজ্য সরকার। এমনটাই অভিযোগ তুলে রাজ্যে মুখ্য সচিব ডাঃ জে কে সিনহাকে চিঠি লিখলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
তিনি বলেন ন্যাশনাল মেডিকেল কলেজের নিয়মকে অমান্য করেই এই কলেজের উদ্বোধন করতে চলেছে সরকার। আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের কয়েকজন ফেকাল্টিটি অধ্যাপককে ডেন্টাল কলেজের থিউরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আনা হচ্ছে। এটা সম্পূর্ণভাবে নিয়ম বহির্ভূত কার্যকলাপ সরকারের। আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজে অধ্যাপক এবং ফ্যাকাল্টি কোন ভাবে অন্য কোন কলেজের কাজে ব্যবহার করা যায় না বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। ত্রিপুরা ডেন্টাল কলেজের জন্য অধ্যাপক সহ অন্যান্য কর্মী নিয়োগ করে তারপর চালু করার প্রয়োজন ছিল বলে অভিমত ব্যক্ত করেন তিনি। যাতে আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজে উপর কোন ধরনের প্রভাব না পড়ে।