বুধবার ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ২০ নম্বর ওয়ার্ডে ‘ঘরে ঘরে বিজেপি’ অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক ডা. মানিক সাহা। খোসবাগান এলাকা থেকে শুরু করে এলাকার বিভিন্ন এলাকা পরিক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর ভাবধারা ও যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর চিন্তা-চেতনাকে প্রতিটি ঘরে পৌঁছে দিতে আজ এই কর্মসূচী।