কংগ্রেসে যোগদান করলেন দিবাচন্দ্র রাঙ্খল। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে কংগ্রেসের জনসভায় করমছড়ার প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খলের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ড. অজয় কুমার, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মন, কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।