আগুনে ঝলসে যাওয়া বিদ্যুৎকর্মীর খবর নিতে জিবি হাসপাতালে গেলেন বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা ৫ মে । উদয়পুরে বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে আগুনে ঝলসে যাওয়া হেল্পার সুখেন দাস এর পাশে দাঁড়ালো সরকার। আর্থিকভাবে সাহায্যের পাশাপাশি বহি রাজ্যে রেফার ও প্রয়োজনীয় অর্থের যোগান দিয়ে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম আহত বিদ্যুৎকর্মীর পরিবারকে ভরসা যুগিয়েছে । আহত বিদ্যুৎ কর্মীকে দেখতে শুক্রবার সকালেই বিধায়ক অভিষেক দেবরায় এবং বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা দেবাশীষ সরকারকে সঙ্গে নিয়ে জিবি হাসপাতালে গিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। চিকিৎসকদের সঙ্গে আহত বিদ্যুৎকর্মীর শারীরিক পরিস্থিতির বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পরে চিকিৎসকরা আহত সুখেন দাসকে বহিরাজ্যে রেফার করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার দুপুরে আহতকে বহি রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সুখেন বাবুকে জিবি হাসপাতালে ভর্তি করার পর তার চিকিৎসার জন্য বিদ্যুৎ নিগম ৯০ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেবার পাশাপাশি এদিন দুপুরে বিমানে বহিরাজ্যে যাওয়ার সময় আরও ৫০ হাজার টাকা দিয়েছে । হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর শনিবার প্রয়োজনে আরো এক লক্ষ টাকা প্রদানের ব্যবস্থা রেখেছে নিগম। বিদ্যুৎ মন্ত্রী এদিন বিদ্যুৎকর্মীর চিকিৎসার ব্যাপারে রেফার হওয়া হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সরকার আহত বিদ্যুৎকর্মীর পাশে থাকবে। তার উন্নত চিকিৎসার জন্য টাকার কোন অভাব হবে না। আহত কর্মীর পরিবারের লোকজনদের কলকাতায় অবস্থানের জন্য ভবনের রেসিডেন্ট কমিশনারের সঙ্গেও কথা বলেছেন মন্ত্রী। প্রয়োজনে তিনি ব্যক্তিগতভাবেও এই পরিবারের পাশে দাঁড়াবেন বলেও আহত কর্মীর পরিবারকে জানিয়েছেন। উল্লেখ্য আহত বিদ্যুৎকর্মী সুখেন দাসের বাড়ি বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন উদয়পুর এর রাজনগর এলাকায়। অসম্ভব গরমের মাঝে ভোক্তাদের দ্রুত বিদ্যুৎ পরিষেবা প্রদান করার জন্য লাইন সারাই করতে গিয়েই তিনি দুর্ঘটনার কবলে পড়েন বৃহস্পতিবার। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সুখেন বাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে আসন্ন বর্ষার মরশুমে বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন রাখতে বিদ্যুৎ নিগমের আধিকারিক এবং কর্মীদেরকে বিশেষভাবে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন। এদিন হাসপাতালে দাঁড়িয়ে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন নিগমের কর্মী আধিকারিকরা যদি মানুষের পাশে থাকেন, তাহলে সরকার তাদের পাশে থাকবে। নিগমের পাশে দাঁড়াতে সরকারের স্বদিচ্ছার কোন অভাব হবে না বলেও মন্ত্রী এদিন বলিষ্ঠতার সঙ্গেই জানিয়েছেন ।