আগরতলা চন্দ্রপুর এলাকা থেকে ছয় জন নেশা কারবারি আটক!!!
যেখানে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজ্যের সরকার পক্ষ তৎপর রয়েছে নেশাবিরোধী অভিযানে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই নেশা কারবারিদের দৌরাত্ম বেড়েই চলেছে ৷ এবং প্রশাসনিক আধিকারিকরাও থেমে নেই, কোথাও না কোথাও থেকে প্রতিনিয়তই আমরা দেখতে পাই নেশা কারবারিদের যারা মাস্টারমাইন্ড রয়েছে তাদের কে ধরতে বা পাকরাও করতে সক্ষম থাকে প্রশাসনিক আধিকারিকরা ৷
গোপন খবরের ভিত্তিতে, সোমবার রাতে আগরতলা চন্দ্রপুর আই এস বি ডি এলাকা থেকে টাকা পয়সা,মোবাইল, ১ প্যাকেট ব্রাউন সুগার সহ ছয় যুবক ও একটি টমটম আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা যায়, তারা ওই টমটমে ঘুরে ঘুরে নাকি নেশা সামগ্রী বিক্রি করে ৷ মঙ্গলবার তাদেরকে কোর্টে তোলা হয়েছে ৷
মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাসগুপ্ত জানিয়েছেন, ব্রাউন সুগার বিক্রি করার সময় পুলিশের হাতে ধরা পড়ে এই ছয় যুবক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের পেছোনে মূল মাস্টার মাইন্ড কে খোঁজে পাওয়ার জন্য ৷