TSF টাউন ও কলেজ কমিটির উদ্যোগে সভাপতি মনীশ দেববর্মা, অশিক দেববর্মা, পিরজাক দেববর্মা ও সুমাতি দেববর্মার নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়। মূল দাবি ছিল — এসটিজিটি পরীক্ষার সিলেবাসে ককবরক বিষয় অন্তর্ভুক্তি। সভায় বক্তব্য রাখেন টাউন কমিটির সভাপতি মনীশ দেববর্মা ও টিআরবিটি চেয়ারম্যান ড. প্রত্যুষরঞ্জন দেব।