TRBT’র ভুলে খেসারত ছাত্র-ছাত্রীদের
TRBT র ভুলে খেসারত দিতে রাজি নয় ২০২২ সালের টেট পরীক্ষার্থীরা ৷ এই নিয়ে আবার ১৭ এপ্রিল, সোমবার শিক্ষা ভবনে বোর্ডের বিরুদ্ধে ফের বিক্ষোভ প্রদর্শন করেন TRBT’র পরীক্ষার্থীরা ৷
২০২২ সালের টেট পরীক্ষার্থীরা গত ১০ই এপ্রিল শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করেন ৷ তাদের অভিযোগ ছিল, টিআরবিটি যে প্রশ্ন পত্র করেছে, তাতে ২৩টি প্রশ্নই ত্রুটিযুক্ত প্রশ্ন ছিল ৷ তাদের অভিযোগ কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত করা হয়েছে এছাড়াও প্রশ্নপত্রে রয়েছে অনেক ভুল। সেগুলির মার্কস প্রদান করাই তাদের মূল দাবী ছিল ৷ কিন্ত বোর্ড তাদের দাবি অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলেই পরীক্ষার্থীরা আবার শিক্ষা ভবনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।