ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভের CSC 2 0 স্কিমের অধীনে নির্বাচিত CLF/VO সদস্যদের কাছে মোবাইল কমন সার্ভিস সেন্টার ভ্যান হস্তান্তর করা হয় বৃহস্পতিবার পশ্চিম জেলাশাসক কার্যালয়ে ৷ জেলা মিশন ব্যবস্থাপনা ইউনিট টিআরএলএম, পশ্চিম ত্রিপুরা জেলা এডিসি ভিলেজ গুলিতে পরিষেবা গুলি প্রদান করা হবে ৷ সিএসসি এর মাধ্যমে বিভিন্ন আবেদন ঘরে বসে করতে পারবে যার জন্য অফিসে আসার দরকার পড়বেনা ৷ আপাতত চারটি এডিসি ভিলেজে চালু হল এই পরিষেবা ৷ এদিন উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, তাছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা ৷