LOCAL NEWS

শনিবার ভাটি অভয়নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজ্য ও জেলা পর্যায়ের SAANS অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার। এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে SAANS উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয় এবং উপস্থিত অতিথিরা কার্যক্রম সফল করার আহ্বান জানান।
আজ আগরতলার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি গ্রাউন্ডে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৬৩তম সিভিল ডিফেন্স ও হোমগার্ড দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তায় সিভিল ডিফেন্স ও হোমগার্ড স্বেচ্ছাসেবকদের অমূল্য অবদান স্মরণ করা হয় এদিন। সমস্ত স্বেচ্ছাসেবক ও আপদা মিত্রদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।
দশম উত্তর-পূর্বাঞ্চলীয় লিটন ম্যাগাজিন সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে আগামী২৬ শে ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।। আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে জানান সংগঠনের সভাপতি সমিরন রায় সহ অন্যান্যরা।।
এমবিবি বিমানবন্দরে ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। হঠাৎ করে সংস্থার সব বিমান পরিষেবা স্থগিত থাকায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। জানা গেছে, সারা দেশে প্রায় ১,৫৫০টি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো।
আগরতলার সুকান্ত একাডেমীতে আয়োজিত হলো ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
আগরতলার জ্যাকসন গেট সিটি হাসপাতালে পরিদর্শনে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরিকাঠামো ও পরিষেবার অগ্রগতি খতিয়ে দেখে তিনি জানান, আগামী তিন মাসের মধ্যেই পূর্ণাঙ্গভাবে হাসপাতালটি চালু করার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগোচ্ছে।
২৪৯টি কারা রক্ষী পদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবিতে আগরতলায় অবস্থান বিক্ষোভ কর্মপ্রার্থীদের। হাতে থালা ও স্লোগানে মুখর প্রতিবাদকারীরা বলেন, প্রশাসনের বিলম্বে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
Page 2 of 194 1 2 3 194

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.