আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে এিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এক রেলীর আয়োজন করা হয়
২৩ জুন বিশ্ব আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে এিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এক রেলির আয়োজন করা হয়। এিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সঙ্গে যুক্ত বিভিন্ন ক্রীড়া সংগঠন গুলো এদিনের এই রেলিতে অংশ গ্রহন করে। রবীন্দ্র ভবনের সামনে থেকে রেলিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবনে সামনে এসে শেষ হয় রেলিটি।