প্রধানমন্ত্রী ৯বছরপূর্তি উপলক্ষে জে.পি.নাড্ডার উপস্থিতিতে শান্তিরবাজারে সুবিশাল জনসভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেবা,সুশাসন এবং গরীব কল্যাণ ৯ বছর পূর্তিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার উপস্থিতিতে ১৭ই জুন , শনিবার শান্তিরবাজারে সুবিশাল জনসভার আয়োজন করা হয়।। উক্ত সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী সুধাংশু দাস,মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আরো অন্যান্যরা।।
বিগত সরকারের শাসনকালে একের পর এক ঘোটালায় জর্জরিত ছিলো, ফলে রাজনীতিতে নেমে এসেছিলো অন্ধকার। তারই বিপরীতে, উন্নয়নের নিরিখে ত্রিপুরা আজ দেশের মুল ধারায় এক অগ্রণী প্রদেশ। এই উন্নয়নের জয়যাত্রাকে অব্যাহত রাখার লক্ষ্যে আদরনীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজীর গৌরবময় উপস্থিতিতে যশস্বী প্রধানমন্ত্রী আদরনীয় শ্রী নরেন্দ্র মোদীজীর সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসভা সাফল্যমন্ডিত হয়েছে ।