TUEP এর কাজের শ্রমদিবস বছরে ন্যূনতম ২০০ দিন করা TUEP এর কাজের মজুরী ৩৪০ টাকা করতে হবে।
TUEP এর কাজের সময়সীমা, সকাল ৮ টা থেকে দুপুর ২ টা করা চলবে না। সময়মত TUEP এর কাজের মজুরী প্রদান করতে হবে । ছাঁটাইকৃত TUEP শ্রমিকদের কাজ ফিরিয়ে দিতে হবে।এই সমস্ত দাবিগুলো নিয়ে ১৫/০৬/২০২৩ বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল আগরতলা নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করেন। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির সম্পাদিকা কাজল রানী সিনহা বলেন অধিকর্তা তাদের বিষয়টি নিয়ে কর্পোরেটরের সাথে সাক্ষাৎকার করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি আরো বলেন তাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে তার আগামীদিনে আন্দোলনে নামবে।