৯ তারিখ শুক্রবার বর্ডার গোল চক্কর এলাকায় লাইট হাউসে বিশাল আকার জলের ট্যাংকি নির্মাণের ফলে মাটি ভেঙ্গে ক্ষতিগ্রস্ত একটি পরিবার । জানা যায় এলাকার বাসিন্দা রুপা ধানুক নামে এক মহিলার সীমানায় লাইট হাউজের একটি বিশাল জলের ট্যাংকি নির্মাণের কাজ শুরু করে। নির্মাণ সংস্থার কর্তৃপক্ষ এরই মধ্যে রুপা ধানুকের সীমানার অর্ধেক মাটি এবং গাছ ভেঙে লাইট হাউজের ভেতরের গিয়ে পড়ে । এতেই ক্ষতিগ্রস্ত হন রুপা ধানুকের বাড়ির জায়গা। রুপা ধানুক আরো অভিযোগ করেন নির্মাণ সংস্থা কর্তৃপক্ষ কোন ধরনের বেরিকেট না দিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং রুপা ধানুকের বাড়ির সীমানার ভেতরেও কাজ চালিয়ে যাচ্ছে । কিন্তু বাধা দেওয়ার শর্তেও জোর করে কাজ চালিয়ে যাচ্ছে নির্মাণ সংস্থার কর্মীরা। তিনি জানান বিগত ৪০ বছর যাবৎ এই বাড়িতে বসবাস করে আসছেন এবং বাড়ির সমস্ত কাগজপত্র রয়েছে তাদের কাছে ।এ বিষয় নিয়ে নির্মাণ সংস্থার কাছে ক্ষতিপূরণের দাবি জানান রুপা ধানুক এই ঘটনার ক্ষতিপূরণ চেয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন রূপা ধানুক