মনিপুরে আক্রান্ত পরিবারদের সাহায্যে এগিয়ে এল রাজ্যের সামাজিক সংস্থা ! !
হিংসাদীর্ণ মনিপুরে শান্তি ফিরিয়ে আনার প্রত্যাশায় ব্রতী উইথ লাভ ফ্রম ত্রিপুরা নামক একটি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমান কাপড় সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র সংগ্রহ করা হয়েছে ৷ গত ৩রা মে থেকে মনিপুরে শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা ৷
২৭ দিন পরও মনিপুরের পরিস্থিতি অস্বাভাবিক ৷ হৃদয় বিদারক দাঙ্গার ফলস্বরুপ উভয় সম্প্রদায়ের বহু ঘর বাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে ৷ তাই শিশু থেকে বৃদ্ধ অগনিত মানুষ বাধ্য হয়েছে ত্রান শিবিরে আশ্রয় নিতে ৷
এখনো মোবাইল ইন্টারনেট এমনকি ওয়াই ফাই পরিষেবা সম্পূর্ণ বন্ধ ৷ রাস্তায় আটকে আছে অতি আবশ্যক মাল বোঝাই লরি ৷ এমতাবস্থায় মনিপুরের বিভিন্ন সামাজিক সংস্থা গুলির পক্ষ থেকে আবেদন আসছে ত্রান শিবিরে সাহায্য করার জন্য সময়ের দাবী ও অদ্ভুত পরিস্থিতি অনুযায়ী সম মনোভাবপন্ন কিছু যুবক যুবতী মিলে উদ্যোগ নিয়েছেন ত্রিপুরা থেকে অতি অবশ্যক নিত্যপ্রয়োজনীয় কিছু ত্রান সামগ্রী বিমানের মাধ্যমে শিবির গুলোতে পাঠানোর জন্য মঙ্গলবার ওই সব সামগ্রী বিমানের মাধ্যমে পাঠানো হয় ৷
অবশ্য তারা কারোর কাছ থেকে কোনো ধরনের নগদ অর্থ গ্রহণ করেননি ৷
বিভিন্ন সম্প্রদায়ের জনগণ স্বেচ্ছায় দাঙ্গা পিড়ীত বিপন্ন মানুষের পাশে ত্রান সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন এবং মনিপুরে অতিসত্তর শান্তি ফিরে আসুক এই কামনা করছেন ৷