সদর মহকুমা শাসক এবং খাদ্য দপ্তরের উদ্যোগে তল্লাশি অভিযান দুর্গা চৌমুহনী এলাকায়
সদর মহকুমা শাসক এবং খাদ্য দপ্তরের উদ্যোগে শুক্রবার এক তল্লাশি অভিযান চালানো হয় দুর্গা চৌমুহনী বাজারে ৷
মূলত মূল্যবৃদ্ধি এবং যে এমআরপি রয়েছে তার থেকে বেশি দামে জিনিষ বিক্রয় এবং তার পাশাপাশি সঠিকভাবে ক্রেতাদের সাথে সেখানে বিক্রেতাদের কেমন ব্যবহার রয়েছে এবং তার পাশাপাশি আরও বিভিন্ন জিনষপত্র গুলি খতিয়ে দেখা হয় এদিন ৷ মেয়াদোত্তীর্ন জিনিষপত্র রয়েছে কিনা তা নিয়ে অভিযান বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক ৷
সদর মহকুমা শাসক এবং খাদ্য দপ্তরের উদ্যোগে দুর্গা চৌমুহনী এলাকার বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ সামগ্রী এবং অত্যাধিক মূল্য রাখার অভিযোগ পেয়ে তল্লাশি অভিযান চালানো হয় শুক্রবার ৷ বাজারে সব দোকানে এই অভিযান চালানো হবে বলে জানান আধিকারিকরা ৷
পাশাপাশি যারা এই সমস্ত বেআইনিভাবে ব্যবস্যা করবে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দপ্তরের আধিকারিকরা ৷