একক সাইক্লিস্ট আশা মালভিয়ার ভারত যাত্রা !
মনে সাহস আর উদ্দম থাকলে নারী কি নাই বা করতে পারে ৷ যুগে যুগে বহু নারী এর প্রমান দিয়েছেন ৷ আর বর্তমান সময়ে দাঁড়িয়েও দেশের এমন বহু নারী এক একটি উদাহরণ স্থাপন করেই চলছেন ৷ খেলা,ধুলা,রাজনীতি,শিক্ষা,বিজ্ঞান কোনও কিছুতেই আর পিছিয়ে নেই নারীরা ৷
নারীশক্তির এই তালিকায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে নিতে এবার বাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন মধ্যপ্রদেশের নটারাম গ্রামের এক সাইক্লিস্ট মিস আশা মালভিয়া ৷
আশা মালভিয়া ২০২২ এর ১লা নভেম্বরে ভোপাল থেকে বাই সাইকেলে চেপে ভারত যাত্রা শুরু করেছিলেন ৷ আজ প্রায় ছয় মাস তিন দিন অতিক্রান্ত হতে চলেছে ৷ এই ছয় মাসে আশা ১৬,৬০০ কিমি পথ বাই সাইকেলে করে ভ্রমন করেছেন ৷
‘নারী সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন’ এই বার্তাকে গোটা দেশে পৌঁছে দিতে নিজের ভারত যাত্রা শুরু করেছিলেন আশা ৷
গতকাল ত্রিপুরায় এসে পৌঁছেছেন আশা ৷ আর ত্রিপুরায় এসে পৌছতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন আশা মালভিয়া ৷
তাঁর সাথে দেখা করে মুখ্যমন্ত্রী তাঁর এই অভিনব প্রচেষ্টার ভূয়ষী প্রশংসা করেছেন ৷ বাস্তব অর্থেই তাঁর এই যাত্রা নারীর ক্ষমতার জানান দিচ্ছে ৷ আশা মালভিয়ার এই প্রচেষ্টা কে সাধুবাদ জানিয়ে তাঁর আগামী পথ চলা যেন সুন্দর এবং সফলতায় পরিপূর্ণ হয় সেই প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী ৷