লিখিত অভিযোগ জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার দক্ষিণ জেলার স্বঘোষিত মাফিয়া নেতা মানিক লাল দাস ওরফে কালা মানিক ৷ বিলোনিয়ার যুবমোর্চার সম্পাদকের উপর প্রানঘাতী হামলার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷ ইতিমধ্যেই বিলোনিয়া আদালত এই অভিযুক্তকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে ৷
গত কুড়ি তারিখ এই মাফিয়া নেতা কালা মানিক বিলোনিয়ার যুবর্মোচার সম্পাদক জয়দেব সাহা এবং তাঁর পরিবারের উপর প্রকাশ্য হামলা সংগঠিত করেছিলেন ৷ কালা মানিক চেয়েছিলেন জয়দেব সাহার বাড়ির কাছাকাছি মাঠ এলাকায় আনন্দ মেলার আয়োজন করবেন এবং সেখানে দিবারাত্রি জুয়ার আসর বসাবেন ৷ যুবমোর্চার সম্পাদক জয়দেব সাহা এই দাবীর বিরোধিতা করেন, তারপরেই রাতের আঁধারে কালা মানিক স্ব দলবলে জয়দেবের বাড়িতে ঢুকে হামলা চালায় এবং জয়দেব সাহাকে খুনের অপচেষ্টা করেন বলে অভিযোগ ৷
এই ঘটনাটি গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷ এরপরই দক্ষিণ জেলা আরক্ষা প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয় ৷ লিখিত অভিযোগ পেয়ে তুলে আনে বিলোনিয়া থানায় ৷
তার বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির ৪৪৮,৪৫২,৩২৫,৩০৭,৩৮২,৫০৬,৩৫৪ এবং ১০২ ধারায় একটি মামলা গ্রহণ করে বিলোনিয়া থানা ৷ মামলার নম্বর ৩৬/২৩ ৷
এদিকে মাফিয়া কালা মানিক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বললেন,’ আইন আইনের পথে চলবে ৷ কোনও অবস্থাতেই বেআইনি কার্যকলাপ সহ্য করা যাবেনা’ ৷