হেলমেট বিহীন বাইক এবং লাইসেন্স ও জরুড়ি নথিপত্র বিহীন যানবাহন আরহীদের বিরুদ্ধে অভিযানে ধর্মনগর ট্রাফিক উইনিট ॥
প্রচন্ড দাবদাহে পুরছে গোটা উত্তরজেলা,এরমধ্যে বাদ পড়েনি ধর্মনগরও ৷ প্রখর রৌদ্রতাপে বিপর্যস্ত জনজীবন ৷ এরমধ্যে মঙ্গলবার সকাল থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে ধর্মনগর ট্রাফিক ইউনিটের কর্মীরা ৷
ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ধর্মনগর শহর স্থানীয় বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে হেলমেট বিহীন লাইসেন্স ও নাম্বার বিহীন বিপুল সংখ্যক আরোহী ৷ এর ফলে সড়কে দুর্ঘটনা বেড়েই চলছে ৷ প্রতি মাসে ধর্মনগর শহর সংলগ্ন এলাকা গুলিতে ২৫ থেকে ৩০ টির মতো দুর্ঘটনা ঘটেই চলছে ৷ সেইসমস্ত দুর্ঘটনার সম্মুখীন যাতে আর না হতে হয় এবং বাইক ও যানবাহন আরোহীদের সকল রকম ট্রাফিক আইন মেনে চলার সতর্কতা বার্তা দিয়েই ধর্মনগর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে আজকের এই অভিযান ৷
এদিন সকাল ৯টা থেকে প্রায় ২৯ জন হেলমেট বিহীন বাইক আরোহীকে জরিমানা করা হয় বলে ট্রাফিক সূত্রে খবর ৷ পাশাপাশি তাদের এই অভিযান জাড়ি থাকার পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ট্রাফিক ইউনিট কর্মীরা কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন বলে ট্রাফিক সূত্রে খবর ৷