রাজধানীতে আটক ব্রাউন সুগার সহ ড্রাগস পেডলার!!!
ফের গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পশ্চিম থানার পুলিশ রাজধানীর লেইক চৌমুহনী এসটি কর্পোরেশন এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করেছে ৷ ধৃত ব্যক্তির নাম সমীর আচার্য ৷ তাঁর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নেশাজাতীয় ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ ৷ এনডিপিএস মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানান SDPO আশীষ দাসগুপ্ত বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃত ব্যক্তিকে আদালতে হাজির করা হয় ৷