*ভারতীয় বায়ু সেনার মিগ-২১ ভেঙে পড়লো রাজস্থানে, মৃত বেড়ে চার, চলছে উদ্ধারকাজ*
সোমবার সকালে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ ২১ ভেঙে পড়ে ৷ রাজস্থানের হনুমানগড় এলাকায় ৷ বিমান ভেঙে পড়ে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে খবর ৷ শুরু হয়েছে উদ্ধারকাজ ৷
সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন সকালে সুড়াতগড় এয়ারবেস থেকে বিমানটি ওড়ে ৷ সেই বিমান হনুমানগড়ের আকাশ দিয়ে হওয়ার সময় হঠাৎই হুরমুড়িয়ে ভেঙে পড়ে সেটি ৷ বিমানটি গ্রামের মধ্যে পড়ে ৷ চারজন স্থানীয়র মৃত্যু ঘটেছে বলে জানা গেলেও বিমানের পাইলটের কিছু হয়নি বলেই খবর ৷
ঘটনা পর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী ৷ স্থানীয় পুলিশ সূত্রে খবর, বিমানটি আহলোল নগরের এক বাড়ির ওপর ভেঙে পড়ে ৷ সেই বাড়িতে তখন দুইজন মহিলা ছিলেন ৷ বিমান আঘাতে তাঁদের মৃত্যু হয়েছে ৷ আর কেউ আটকে রয়েছেন কিনা, সেটাও খতিয়ে দেখার কাজ চলছে ৷
কেন এই দুর্ঘটনা ঘটলো ? ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক খবর ৷ মাঝ আকাশে থাকাকালীনই পাইলট ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কথা জানায় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ৷ কিন্ত দ্রুত গোলযোগ বাড়তে থাকে ৷ ফলে পাইলট আর ঝুঁকি না নিয়ে বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ পাইলটের দক্ষতার কারণেই আরো বড় বিপদ থেকে রক্ষা পেলেন হনুমানগড় ৷