শহর পরিচ্ছন্ন রাখতে উত্তর জেলার ধর্মনগর পুরপুরিষদ এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ৷ ধর্মনগর পুরপরিষদের চেয়ারম্যান,কাউন্সিলর,পরিচ্ছন্নতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা মিলে শহর পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন ৷ তারেই অঙ্গ হিসেবে ‘মিশন জুরি’ অর্থাৎ ধর্মনগর রাজবাড়িস্থিত জুরি নদীটি আবর্জনামুক্ত করার জন্য এক কর্মসূচি হাতে নিয়েছে ধর্মনগর পুরপরিষদ ৷ শনিবার দুপুরে ধর্মনগ৷র পুর৷পরিষদের উদ্যোগে পুরপরিষদ কনফারেন্স হলে জুরি নদী সংস্কার কর্মসূচি ‘মিশন জুরি’ এর প্রস্ততি সভার আয়োজন করা হয় ৷ সভায় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়াম্যান প্রদ্যোত দে সরকার সহ আরো অন্যান্যরা ৷ এদিন এক সাক্ষাতকারে চেয়ারম্যান প্রদ্যোত দে সরকার বললেন,ধর্মনগর শহর পরিচ্ছন্ন রাখতে এমন কর্মসূচি ৷ এখন থেকে শহরের প্রতিটি এলাকায় এমন কর্মসূচি পরিচালনা করা হবে ৷ শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে এবং পৌরবাসীকে সচেতন রাখতে এমন কর্মসূচি নেওয়া হয়েছে ৷