বুধবার ৩ মে জেলা শাসক কনফারেন্স হলে জেলা ভিত্তিক Review Meeting Of FCS & CA And Transport Department এর একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় ৷ এদিন এই প্রশাসনিক বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তর এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷ এদিন ধর্মনগর রেলস্টেশনে তাঁকে স্বাগত জানান জেলাশাসক নাগেশ কুমার বি। এই বৈঠকে উপস্থিত ছিলেন ADM বিপ্লব দাস সহ জেলার ভিবিন্ন দপ্তরের উচ্চপ্রদস্থ আধিকরিকরা , পাশাপাশি উপস্থিত ছিলেন আরো অন্যান্যরাও।