উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল প্রাঙ্গণে নিত্যদিন যানজটে নাকাল স্থানীয়রা ৷ জানা গেছে, হাসপাতালের প্রবেশ পথে প্রতিদিনই ব্যাপক যানজটের জন্য অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে হাসপাতালে আসা রোগী সহ তাঁদের পরিজন ৷ বহুক্ষণ সময় ধরে আটকে থাকছে সরকারি এম্বুলেন্স ও স্থানীয় দমকল বাহিনী ৷ এ নিয়ে রীতিমত ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা ৷
মঙ্গলবার সকালে এক মুমূর্ষ রোগীকে রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয় এলাকার লোকজন দমকল কর্মীকে খবর দেন ৷ খবর পেয়ে দমকল কর্মী ছুটে আসেন এবং অসুস্থ রোগীকে হাসপাতালের ভিতরে পৌঁছে দিয়ে দমকল নিয়ে বেড়োনোর সময় ব্যাপক যানজটের জন্য দমকলটি ব্যাক করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় দমকল কর্মীদের ৷
দমকল কর্মী এবং স্থানীয় লোকজনদের অভিযোগ, হাসপাতালের ভিতরেই সারি সারি গাড়ি, বাইক,সাইকেল, টুকটুক দাড়িয়ে থাকায় মুমূর্ষু রোগী নিয়ে
হাসপাতালেরই প্রাঙ্গণ দিয়ে চলাচল করতে পারছেনা অন্যান্য চিকিৎসা পরিষেবা সংক্রান্ত যানবাহন ৷ ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে হাসপাতালে ৷