ত্রিপুরা পুলিশ ও আসাম রাইফেলসের ২৯ নং ব্যাটালিয়নের যৌথ অভিযানে উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপাড় এলাকা থেকে উদ্ধার ১০২ গ্রাম হেরোইন। সাথে আটক বহিঃ রাজ্যের এক মাদক পাচারকারী।ধৃতের নাম নজরুল ইসলাম (৩০),পিতা আতাউর রহমান।তার বাড়ি অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন কাঠালতলী এলাকায়। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ ও আসাম রাইফেলসের ২৯ নং ব্যাটালিয়নের জোয়ানরা সোমবার সকাল থেকে কদমতলা থানা এলাকার ত্রিপুরা অসম সীমান্ত এলাকায় উৎপেতে বসে থাকে। যদিও সেখান থেকে কোন সাফল্য উঠে আসেনি। অবশেষে কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকা থেকে নজরুল ইসলাম নামের এক যুবককে আটক করে পুলিশ ও আসাম রাইফেলসের জোয়ানরা।পরে তার কাছ থেকে আটটি সাবানের বাক্সের ভেতরে মজুদ ১০২ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এই অভিযানে হেরোইন সমেত এক পাচারকারীকে আটক করা হয়েছে। সাথে TR05D/4777 নম্বরের একটি পালসার বাইক উদ্ধার হয়েছে।