প্রচন্ড গরম ক্রমশই ঊর্ধ্বমূখী পারদ,
তারসঙ্গে চলছে জোর তাপপ্রবাহ,
গরমে নাজেহাল গোটা রাজ্য ৷ বর্তমানে ধর্মনগরে তাপমাত্রা প্রায় ৩৮-৩৯ ডিগ্রির কাছাকাছি ৷ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ৷ যার দরুন সব থেকে বেশি ভুগছে মানুষ ৷ এই অবস্থায় তাদের কষ্ট থেকে রেহাই দিতে এবং মানুষের স্বাস্থ্যের সার্বিক দিক থেকে চিন্তা করে ১৯ ই এপ্রিল বুধবার দুপুর ১২টায় উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ এই সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন চিকিৎসক ডঃ প্রসূণ ভট্টাচার্য অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিকিৎসক ডঃ রাহুল পুরকায়েস্থ ৷ এই মারাত্মক গরমে জনগণের কি করনীয় এই বিষয়ে তারা একটি বিজ্ঞপ্তিও প্রদান করেন।