ঝড়ো আবহাওয়ায় গ্রামীণ এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে, ১৩ই এপ্রিল, বৃহস্পতিবার, কুমারঘাট পিআরটিআই, ঊনকোটি ত্রিপুরা তে টিএসইসিএল ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরার সকল কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা আয়োজন করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন শ্রী রতন লাল নাথ মহোদয় ।