আসন্ন ফুটবল মরশুম ও বিভিন্ন ফুটবল প্রতিযোগিতাগুলোকে সামনে , ১১ এপ্রিল মঙ্গলবার টি.এফ.এ আধিকারিকদের নিয়ে উমাকান্ত ময়দানের লাইটিং ও কার্পেটিং সহ যাবতীয় প্রস্ততির কাজ খাতিয়ে দেখতে ময়দান পরিদর্শন করেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ফুটবল অ্যাসোসিয়েশনের সসস্যরা। এই বিষয়ে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় বলেন আসন্ন ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখে মাঠগুলো কিছু ত্রুটি রয়েছে সেগুলো কে সংশোধন করে মাঠগুলোকে আরো উন্নত করার উদ্দেশ্যে প্রস্তুতি চলছে ।