ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে এলেন ৮ সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে বিরোধী সিপিআইএম এবং সিপিআই ও কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা রয়েছেন। প্রথমে প্রতিনিধি দলটি রাজ্য নেতৃত্বের সঙ্গে স্টেট গেস্ট হাউসে বৈঠকে বসে। পরবর্তীতে মোট তিনটি টিম রাজ্যের তিনটি জায়গায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যান শুক্রবার। এদিন বামুটিয়া বিধানসভার অন্তর্গত দুর্গাবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন দুই সদস্যের প্রতিনিধি দল।







