১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেডকোর্স ময়দানে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেছিলেন, “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”। দীর্ঘ নয় মাস রক্তাক্ষয়ী লড়াইয়ের পর স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। এরপর প্রতি বছরই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের দিনটিকে নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার আগরতলাস্হিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে দিনটি যথাযথ মর্যাদার সহিত পালন করা হয়।