আজকে সন্ধ্যা ৬টা থেকে আগামীকালকে ভোর ৬টা পর্যন্ত পশ্চিম জেলায় 144 ধারা জারি করল জেলা প্রশাসন,,,
বিজেপি ছাড়লেন ছাওমনু মণ্ডলের প্রাক্তন সভাপতি মোহনলাল চাকমা এবং করমছড়া মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক সুমন্ত দে। দুই নেতাই আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিপ্রা মথায়। 10/12/2025
১২ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলা জুবিন নটিয়াল কনসার্টের আগে আজ প্রস্তুতি পরিদর্শনে নামেন প্রশাসন ও ট্যুরিজম দপ্তরের আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেক্টরে গেট স্থাপনের কথা জানালেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। 10/12/2025
শুক্রবার ১১ দফা দাবিকে সামনে রেখে গণতান্ত্রিক নারী সমিতির গর্জনমুখর পদযাত্রা জেলা শাসকের দফতরের সামনে গিয়ে থামে। তবে জেলা শাসক অনুপস্থিত থাকায়, সংগঠনের প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসকের নিকটই তুলে দেয় তাদের দাবি সনদ। নারীদের নিরাপত্তা, অধিকার ও মৌলিক প্রয়োজন নিশ্চিত করার লক্ষ্যে আন্দোলনের এই পর্ব—আরও তীব্র দাবির সুরে প্রতিধ্বনিত হল গোটা পশ্চিম ত্রিপুরা জেলায়। 2 weeks ago
প্রয়াত সপ্তর্ষী দাসের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মা–বাবার সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। 1 hour ago