বুধবার ঘোষণা হতে চলেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। খবর নির্বাচন কমিশন সূত্রে।
বিজেপি ছাড়লেন ছাওমনু মণ্ডলের প্রাক্তন সভাপতি মোহনলাল চাকমা এবং করমছড়া মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক সুমন্ত দে। দুই নেতাই আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিপ্রা মথায়। 10/12/2025
১২ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলা জুবিন নটিয়াল কনসার্টের আগে আজ প্রস্তুতি পরিদর্শনে নামেন প্রশাসন ও ট্যুরিজম দপ্তরের আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেক্টরে গেট স্থাপনের কথা জানালেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। 10/12/2025
TSF টাউন ও কলেজ কমিটির উদ্যোগে সভাপতি মনীশ দেববর্মা, অশিক দেববর্মা, পিরজাক দেববর্মা ও সুমাতি দেববর্মার নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়। মূল দাবি ছিল — এসটিজিটি পরীক্ষার সিলেবাসে ককবরক বিষয় অন্তর্ভুক্তি। সভায় বক্তব্য রাখেন টাউন কমিটির সভাপতি মনীশ দেববর্মা ও টিআরবিটি চেয়ারম্যান ড. প্রত্যুষরঞ্জন দেব। 4 months ago