বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোমতী জেলার অন্তর্গত পশ্চিম করবুক পঞ্চায়েত ভবনের নিকট এক পথসভার আয়োজন করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মিলটন চাকমা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। পাশাপাশি, এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে ১০৫টি পরিবার সিপিআইএম দলত্যাগ করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, “আমরা আজকে করবুকে একটা সভা করেছি, গত এক মাস আগে আমাদের দলীয় কার্যালয় খোলা হয়েছিল। আমি খুশি হয়েছি যে, আজকে সবার উদ্যোগে ১০৫টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমি সবাইকে দলে স্বাগত জানাচ্ছি এবং আমি আশা করছি যে, আমরা সবাই মিলে করবুকের মানুষের জন্যে আগামীদিনে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে পারবো। আমরা ত্রিপুরার প্রত্যেক ব্লকে সংগঠন তৈরি করেছি, এবং আমরা ত্রিপুরার মানুষের স্বার্থকে সামনে রেখে নির্বাচনে নামবো।”