শুক্রবার উদযাপিত হলো ত্রিপুরা পুলিশ সপ্তাহ। এদিন সকালে অরুন্ধতীনগর পুলিশ মাঠে অনুষ্ঠিত হয় টি এস আর ও পুলিশের বিভিন্ন বাহিনীর প্যারেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিক, পুলিশ পরিবারের সদস্য সদস্যারা। পুলিশের বিভিন্ন স্তরে কর্মরত কর্মীদের তাদের কর্মক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরূপ প্রতিবছরের মতো এবছরও পুরস্কার প্রদান করা হয়েছে। এদিনের এই পুলিশ প্যারেডে নয়টি বাহিনী অংশগ্রহণ করেছে।