গণতন্ত্রে সরকারের কাজের মাধ্যমে মানুষের ভরসা জয় করা সম্ভব। ২০১৮ সালে বলেছিলাম ত্রিপুরার মানুষকে কমিউনিষ্টদের কুশাসন থেকে মুক্তি দেব। তাঁদের শিকড় ত্রিপুরার পবিত্র মাটি থেকে উপরে ফেলে দেব। সেই লক্ষ্যে চলো পাল্টাইয়ের শ্লোগান দিয়েছিলাম। ত্রিপুরার মানুষ সেই প্রয়াস সরকার গঠনের মধ্য দিয়ে সার্থক করেছেন। ধর্মনগরে জনবিশ্বাস যাত্রা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ত্রিপুরায় বিজেপির একজনও বিধায়ক ছিল না। সেই অবস্থা থেকে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন, ভু-ভারতে কেউ দেখেননি। বিজেপির প্রতি অগাধ আস্থা, বিশ্বাস ও ভরসা রাখার জন্য আজ তিনি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।