বর্তমান সরকারের সময়ে রূপায়িত বহুমুখী উন্নয়নমূলক কর্মকান্ডের নিরিখে আরো অধিক জন আস্থায় প্রতিটি বুথ জয় করার লক্ষ্যে সংকল্পবদ্ধ প্রয়াস আবশ্যক l বিনম্র মানসিকতায় ব্যক্তিত্ব বিকাশই সাফল্যের অন্যতম চাবিকাঠি l দক্ষতা অনুসারে ব্যক্তি চয়ন ও দায়িত্ব ন্যাস্তকরণে ভারতীয় জনতা পার্টি সর্বদা সচেতন l পরিশ্রমের বিকল্প নেই, আর বিজেপি সংগঠন পরিশ্রমের মূল্যায়ন করতে জানে l সাব্রম মন্ডল আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করে একথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব